ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ককটেল নিক্ষেপে ৫ পুলিশ আহত, আটক ১

  24-05-2018 01:44PM


পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ২০০ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল হোসেন ওরফে মুচি দুলালকে (২৩) আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মধ্য অরনকোলা দিপু সরকারের পরিত্যক্ত গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনীর মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, টাউন ইন্সপেক্টর শেখ মতিউর রহমান, কনেস্টবল (৩০২) রকিব উদ্দিন, কনস্টেবল (১১৭২) মিজানুর রহমান, কনস্টেবল (৯১৯) মুশিহার আলী, কনস্টেবল (৫১৪) শহিদুল ইসলাম। তারা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলহাজ্ব মোড়ের সামনে মধ্য অরনকোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুলাল হোসেন দুলাল ওরফে মুচি দুলাল বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ পৌর এলাকার অরনখোলা রোড হতে নিরিবিলি ফাঁকা রাস্তা দিয়ে তার অপর দুই সদস্যসহ সিএনজি যোগে আসছে। রেশম ও তুত গবেষণা কেন্দ্রের সামনের রাস্তায় পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের চ্যালেঞ্জ করে তল্লাসী চালায়। এ সময় দুলালের কাছ হতে ২০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। অন্য দুই সহযোগী মাদক ব্যবসায়ী পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে দুলালকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন পুলিশ নিজেদের রক্ষার্থে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুচি দুলালকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুলাল কুখ্যাত ও পুলিশের খাতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল। জামিনে মুক্ত পেয়ে আবার ব্যবসায় সংঘবদ্ধভাবে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে মাদক ও পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় আলাদা মামলায় আদালতের মাধ্যামে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন