শার্শায় সেপটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  27-05-2018 01:07PM


পিএনএস, বেনাপোল থেকে এম এ রহিম: যশোরের শার্শায় ল্যাটিনের সেপটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ইমন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে শার্শা সম্বন্ধকাঠি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপ্লব হোসেন, দক্ষিন বুরুজবাগান গ্রামের এরসাদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও নুরুল ই্সলামের ছেলে ওলিয়ার রহমান। এদের মধ্যে বিপ্লবের অবস্থার আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

বেনাপোল ফায়ার ষ্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান জানান, রবিবার সকালে শার্শার নাভারন দক্ষিন বুরুজবাগান গ্রামের মোহর আলীর বাড়ীতে ল্যাট্রিনের সেপটি ট্যাংকের ঢালাই দেওয়া উপরের কাঠ অপসারণ করছিলেন নির্মাণ শ্রমিকেরা। এ সময় বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে তারা। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে দ্রুত ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডাক্তার ইমনকে মৃত্যু ঘোষা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অশোক কুমার সাহা জানান,আহতদের চিকিৎসা চলছে। তবে বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন