পাইকগাছায় ২৮ হাজার ৪৭ পরিবারকে চাল বিতরণ

  13-06-2018 08:20PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্রদের খাদ্য সহয়তা হিসেবে ভিজিএফ কার্ডের আওতায় ২৮ হাজার ৪৭ পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১০ ইউনিয়নে ২৩ হাজার ৭শ ৪৭ এবং পৌরসভায় ৪ হাজার ৩শ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

বুধবারে লস্কর ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান কেএম অরিফুজ্জামান তুহিন তালিকাভূক্ত ১ হাজার ৯শ ৮৫জন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক কার্ডধারী ২ হাজার ৬৭জন ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলররা পৌরসভাস্থ ৪ হাজার ৩শ জনের অধিক পরিবারকে ১০কেজি করে চাল তুলে দিয়েছেন। এর আগে মঙ্গলবার কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদ্দার তালিকাভূক্তদের মাঝে চাল বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় জানিয়েছেন আগামী দু দিনের মধ্যে সমস্ত কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এ ছাড়া হরিঢালী ২১৯০, কপিলমুনি ৩৩৮১, লতা ১০৩০, দেলুটি ১৪০২, গদাইপুর ২১৩৭, রাড়ুলী ৩২৭২, চাঁদখালী ৪০৪৬ ও গড়ইখালী ইউনিয়নে ২২৩৭ দরিদ্র পরিবারকে ভিজিএফ'র চাল তুলে দেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন