বগুড়ায় জাসদ নেতা রতন আর নেই

  19-06-2018 06:28PM


পিএনএস, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আইন বিষয়ক সম্পাদক ও জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ রতন (৫০) আর নেই।

মঙ্গলবার সকাল ৬টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা, দুই বোন, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি নন্দীগ্রাম সদরের পশ্চিমপাড়ায় বসবাস করতেন। বাদযোহর পৌর ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদআছর উপজেলার আমড়া গোহাইল নানার বাড়ির উঠানে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রজমান, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, দৈনিক মুক্তসকাল পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আব্দুল বারীক, বগুড়া জজকোর্ট আইনজীবী সহকারি সমিতির সভাপতি আবু তৈয়ব হুদা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ফকির, সহ সভাপতি আশরাফ আলী, অফিস সচিব নুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উপস্থিতিরা মরহুমের বিদেহী আত্মার আগফেরাত কামনা করা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুম শাহজাহান সিরাজ রতন বগুড়া জজকোর্ট আইনজীবী সহকারি সমিতির সদস্য ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন