ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসামি ধরতে গিয়ে ২ পুলিশ আহত

  21-06-2018 04:34PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে আট মামলার আসামি মাসুমকে (৩০) ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা পুলিশ সদস্যরা হলেন- জেলা পুলিশ লাইনসের কনস্টেবল বাবুল দাস (২০) ও সজল বড়ুয়া (২১)।

গত বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া বালুর মাঠে হামালার এ ঘটনা ঘটে। যদিও পুলিশ সদস্যদের আহতের বিষয়টি কৌশলে এগিড়ে যাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে আহত দু’জনই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, আসামি মাসুমকে পাইপগানসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে সদর মডেল থানায় আটটি মামলা রয়েছে। মাসুম শহরের কাজীপাড়া মহল্লার বেলায়েত হোসেনের ছেলে। তারা কলেজপাড়া মহল্লায় ভাড়া বাসায় থাকেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বুধবার রাতে মাসুমকে গ্রেফতার উদ্দেশ্যে সদর মডেল থানা পুলিশের একটি দল কলেজপাড়া মহল্লায় অভিযানে যায়। পরে স্থানীয় বালুর মাঠে মাসুমকে গ্রেফতারের সময় সে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই দুই কনস্টেবল আহত হন। এ সময় পুলিশ মাসুমকে পাইপগানসহ আটক করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন