বিরামপুরে মাদকের বিরুদ্ধে নেমেছে আদিবাসী নারীরা

  22-06-2018 04:58PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : যে সমাজে মাদক গ্রহণ অপরাধ নয় এবং যাদের সামাজিক অনুষ্ঠান নেশা জাতীয় দ্রব্য ছাড়া সম্পন্ন হয়না; সেই নেশার করাল গ্রাসে জর্জরিত হয়ে অবশেষে মাদকের বিরুদ্ধে নেমেছে সাওঁতাল (আদিবাসী) সমাজের নারীরা। শুক্রবার (২২ জুন) আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেলডাঙ্গা আদিবাসী নারী সংগঠনের উদ্বোধন করেছেন, থানার ওসি আব্দুস সবুর।

জানা গেছে, মাদকাসক্ত পুরুষদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বেলডাঙ্গা এলাকার আদিবাসী নারীরা সংগঠিত হয়ে এ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে তাদের সমাজের পুরুষদের মাদক থেকে নিবৃত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এমনকি মাদকের আখড়া পর্যন্ত নারীরা ভেঙ্গে দিচ্ছেন। মাদকের বিরুদ্ধে সোচ্চারিত বেলডাঙ্গা আদিবাসী নারী সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভানেত্রী রেবেকা সরেন।

বক্তব্য রাখেন, থানার ওসি আব্দুস সবুর, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও রোজিনা আকতার, খ্রিষ্টান ধর্ম যাযক রেভারেন্ট সামুয়েল মার্ডি, ওয়ার্ল্ড ভিশনের শিশু নিরাপত্তা কর্মকর্তা ডেভিড বাস্কে, আদিবাসী নেতা কার্লুস মারান্ডি, পৌর শিশু ফোরামের সভাপতি আব্দুল্যা ইবনে সিয়াম প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন