ডিমলায় বুড়িতিস্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  25-06-2018 06:44PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : “টেকসই উন্নয়নের হাতিয়ার পানির সুষ্ঠ ব্যবহার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা ও জলঢাকা উপজেলা সমন্বয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর আয়োজনে ২৪ শে জুন বিকালে কালিগঞ্জ কলেনি চত্বরে বুড়িতিস্তা ব্যারেজ সেচ প্রকল্প সচল রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ (রংপুর), এছাড়া বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলীকৃষ্ণকমল সরকার , উপ-প্রধান সম্পোসারন কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, সম্পোসারন কর্মকর্তা মোতাহার হোসেন ( নীলফামারী) , উপ-বিভাগীয় প্রকৌশলী -২ , হাফিজুল হক , উপ-বিভাগীয় প্রকৌশলী নীলফামারী পওর উপ-বিভাগ -০১ শহিদুল ইসলাম , ৪ নং গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম কবির , ৩ নং ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার , সভায় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন বুড়িতিস্তা ব্যারেজের গেট বন্ধে উজানে আপামর জনগণ যেভাবে অতীতের মত শাপলার ঢ্যাপ খেয়ে অনাহারে অর্ধাহারে দিনের পর দিন যাপন করেছিল, তাদের শরীরে কয়খানা হার সহজে তা গণনা করা যেত ফিতরা ও যাকাতের সময় দীর্ঘ লাইন পড়ে যেত বর্তমানে সুইচ গেট খোলার পরে এ ১০ বছরে ঐসব কষ্টের আর দুঃখের দিন নেই বলতে চলে ।

এছাড়া জনগণের যেন কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখার ব্যাপারে জোর দাবী তুলে ধরেন । ডিমলা সদর ইউপি চেয়ারম্যান বলেন জনগণ সকল ক্ষমতার উৎস তাদের সুখ স্বাচ্ছন্দ্য, ভাল-মন্দ, বিপদ-আপদ মুক্ত করার প্রয়াসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে এবং এদেশ কে আজ মধ্যম আয়ের দেশে রুপান্তিত করেছে তা সত্যি প্রশংসানীয় তাই ব্রীজের পাড়ের মানুষের যেন কোন প্রকার দূর্ভোগের স্বীকার না হয় এ ব্যাপারে পওর বিভাগ ও জনগণ সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন