কাহারোল উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

  12-07-2018 06:35PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোল উপজেলা পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা পরিষদের ২০১৮-১৯ইং অর্থ বছরের বাজেট ঘোষনা ও এক আলোচনা সভা ১২ জুলাই’ ১৮ বেলা সাড়ে ১২টার সময় উপজেলা পরিষদ পূর্নভবা মিলনাতয়নের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মোঃ আসাদুজ্জামান জুয়েলের উপস্থাপনায় ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলা পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যা মোঃ মামুনুর রশীদ চৌধুরী।

উক্ত ঘোষিত বাজেটের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনায় অংশ গ্রহণ করে, নিজ নিজ মতামত ব্যাক্ত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গণি মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকুন্দপুর ইউ,পির চেয়ারম্যান একেএম ফারুক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তারেক হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ শামীম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু জাফর মোঃ সায়েম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাঃ আরোজ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মোঃ নাসির উদ্দিন, উপজেলা হিসাব রক্ষন অফিসার মোঃ মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। উক্ত উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের ২কোটি ১২ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন