শেরপুরে বটগাছের সুরঙ্গ থেকে ৪৬টি গোখরা সাপ উদ্ধার

  12-07-2018 09:26PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে প্রায় দুইশত বছরের পুরণো একটি বটগাছের সুরঙ্গ থেকে ৪৬টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। তবে আতঙ্কে সাপগুলো মেরে ফেলা হয়েছে। গত বুধবার (১১জুলাই) সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখুলি বাজারস্থ পুরণো ওই বটগাছটির সুরঙ্গ থেকে উক্ত পরিমান সাপ উদ্ধারের পর মেরে ফেলে উৎসুক জনতা।

অত্র এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, দুদু মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানান, উক্ত বটগাছের একটি সুরুঙ্গে বড় আকারের মা ও বাবা গোখরা বাসা বাঁধে। একপর্যায়ে তাদের বাচ্চা হয়। কিন্তু গাছের ওই সুরঙ্গে পিপঁড়ার আনাগোনা শুরু হয়। এমনকি পিপঁড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সাপের একটি বাচ্চা বের হয়। স্থানীয় লোকজন সেটিকে মেরে ফেলে। এরপর আরেকটি সাপের বাচ্চা বের হলে খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে শতশত লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর গাছের সুরঙ্গটি চিহিৃত করে একে একে ৪৬টি বাচ্চা গোখরা সাপ উদ্ধার করে মেরে ফেলা হয়। তবে মা ও বাবা গোখরা সাপ দুইটিকে পাওয়া যায়নি বলে তারা দাবি করেন। ঘটনাটি সম্পর্কে জানতে উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন