খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

  12-07-2018 09:52PM

পিএনএস : খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর জ্ঞানেন্দু চাকমা (৪০) নামের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে জ্ঞানেন্দুমূল ‘ইউপিডিএফ’-এর হয়ে চাঁদা সংগ্রহের দায়িত্ব পালন করত। তার বাড়ি মহালছড়ি উপজেলায় বলে জানা গেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ইউপিডএফের কেন্দ্রীয় প্রচার শাখার প্রধান নিরন চাকমা নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে জানান, সাংগঠনিক দায়িত্ব পালনকালে সংস্কারপন্থী জেএসএস এবং বর্মা বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা জ্ঞানেন্দু চাকমাকে নৃশংসভাবে হত্যা করেছে।

জেএসএসের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল মাটিরাঙা হওয়ায় লাশটি মাটিরাঙা থানার উদ্যোগে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন