কুমিল্লায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

  13-07-2018 08:54PM

পিএনএস ডেস্ক : কুমিল্লায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ৩ শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে। এসময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকিতে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সকলের বাড়ি রংপুর জেলায়।

রাত পৌনে ৮টায় ঘটনাস্থল থেকে সদর দক্ষিণ মডেল থানার এসআই সরজিৎ ২ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে একজনের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে, অপরজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন