তানোরে বীরমুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে আটক ১

  14-07-2018 02:40PM



পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহী তানোরে বীরমুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীনকে মারধরের ঘটনায় জুবায়ের হোসেন ওরফে ডালিম (৩০)কে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে আটক জুবায়েরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মাহাতাব উদ্দীন উপজেলার লালপুর গ্রামের মৃত এমাজ উদ্দীনের পুত্র। এঘটনায় বীরমুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন বাদি হয়ে জুবায়ের হোসেন ও তার ভাই সোহেল রানাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুর রহমান জানান, শুক্রবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বীরমুক্তিযোদ্ধা মাহাতাবকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এক পর্যায়ে মারধর করে। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল থেকে জুবায়ের হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ নিয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর আসামী সোহেল রানাকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন