পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

  16-07-2018 02:12AM

পিএনএস ডেস্ক: বরিশালে পাসপোর্ট করতে এসে নূরজাহান (২২) নামে এক রোহিঙ্গা নারী পুলিশের হাতে আটক হয়েছেন।
রবিবার দুপুরে তাকে বরিশাল নগরের কাশুপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।

থানা পুলিশ ও পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আটককৃত নুরজাহান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খান এবং ফাতেমা বেগম দম্পত্তির মেয়ে। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়।

দালালের মাধ্যমে শনিবার রাতে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে আসেন। পাশাপাশি তিনি জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা চালান।

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার জানান, আটক রোহিঙ্গা নারী পাসপোর্ট করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই কালে কথা বলতে গিয়ে অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এদিকে এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই অরবিন্দু বিশ্বাস জানান, নুরজাহান আটকের আগে থেকেই কাশিপুর ও পাসপোর্ট অফিসের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি আটক নুরজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হতে পারে বলে জানান তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন