মহাদেবপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  16-07-2018 03:01PM


পিএনএস, নওগাঁ প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহতাসিম বিল্লাহ , বন কর্মকর্তা আহসান হাবিব, সভাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু প্রমূখ। মেলায় ২১টি স্টলে দেশি ফলের গাছের প্রদর্শনী করা হয়েছে। পরে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন