তানোরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ আটক ১

  17-07-2018 12:13PM



পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর তানোর উপজেলায় বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরেন চন্দ্র মন্ডল ওরফে মদন (৪২) নামে এক মুদি দোকানীকে আটক করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার সকালের দিকে তানোর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিরেন চন্দ্র মন্ডল উপজেলার কামারগাঁ ইউনিয়নের নেজামপুর গ্রামের মৃত তরনী কান্ত মন্ডলের ছেলে।

তানোর থানা এসআই সাইফুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকায় গত সোমবার বিকেলে বাড়ির ভেতর জোরপূর্বক প্রবেশ করে নিরেন মন্ডল গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল পৌঁছলে নিরেন মন্ডল পালিয়ে যায়। এ নিয়ে গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন আইনে নিরেনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ। পরে পুলিশ সোমবার দিবাগত রাতে নিরেনকে নিজ বাড়ী থেকে আটক করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, গৃহবধূর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে নিরেনকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন