কাহারোলে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  18-07-2018 04:05PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বৃক্ষ রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠ, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল, উপজেলা মৎস্য অফিসার আবু জাফর মোঃ সায়েম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সালাম, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এ,কে,এম ইব্রাহিম খলিল প্রমুখ। উপজেলার ৬টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার ৩ শত বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয় বলে স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন