চিরিরবন্দরে ভূমিহীন ১৮টি পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর

  18-07-2018 05:47PM

পিএনএস, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের ১৮ টি পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে উত্তর সুকদেবপুর আশ্রয়ন প্রকল্পে সরেজমিনে গিয়ে চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম সুবিধাভোগীদের মাঝে এ দলিল হস্তান্তরকরেন।

উপজেলা ভূমি অফিস (সার্ভেয়ার) মো: সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত খাস জমির দলিল হ¯Íান্তর অনুষ্ঠানে সার্টিফিকেট সহকারী মো: হারুনঅর রশীদ,জারীকারক মো:হাসান, ইসবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পে খাস জমিতে ভূমিহীন ৭০টি পরিবার বসবাস করে আসছে। এর মধ্যে প্রথম দফায় ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয় ৪২টি পরিবারকে। বর্তমানে দ্বিতীয় দফায় ১৮টি পরিবারকে দলিল হস্তান্তর করে মোট ৬০ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে আড়াই শতাংশ করে জমির দলিল হস্তান্তর করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন