ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ-উদ্বোধন

  18-07-2018 07:22PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ-উদ্বোধন করেন আর তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ডিমলাতেও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

`একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী উন্নত বাংলাদেশ' এই শ্লোগানে শহীদদের স্মরণে একযোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় তারঅংশ হিসেবে ১৮ জুলাই বুধবার দুপুরে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।এই বৃক্ষরোপনের শুভ-উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদএর সাবেক কমান্ডার ছামসুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার বাহাউদ্দিন, ত্রানশাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৗস আলম, দারিদ্র বিমেচন অফিসার রাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বাবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন