ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

  21-07-2018 09:42AM


পিএনএস, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শামসুদ্দিন শ্যাম (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৫শ পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দু'টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২১ জুলাই) মধ্যরাত ৩টার দিকে উপজেলার বাঁকাপুলের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভেড়ামারা বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশের গুলি ছোড়েন। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শ্যাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন