ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  21-07-2018 02:44PM


পিএনএস, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন (১৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার বেলডাঙ্গী কাঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে।

শনিবার (২১ জুলাই) ভোরে ভারতের নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০/১২জন ভোরে গরু আনতে ভারতের ভেতরে যান। এসময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলি বিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় মারা যান।

আলীর বাবা মোস্তাক আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিল। স্থানীয় গরুর দালালরা রাতে তার ছেলেকে নিয়ে যায়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের লাশ তার পরিবারের কাছেই আছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন