শেরপুরে অপারাজিত'র আয়োজনে হয়ে গেল বৃষ্টিভেজা কবিতা সন্ধ্যা

  21-07-2018 05:56PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় হয়ে গেল বৃষ্টিভেজা কবিতা সন্ধ্যা। গত শুক্রবার (২০জুলাই) সন্ধ্যায় অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার এই কবিতা সন্ধ্যার আয়োজন করে। অপরাজিত'র সভাপতি নাহিদ হাসান রবিন এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনানের স্বাগত বক্তব্যের পরই উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হয় জমজমাট কবিতার আসর। একপর্যায়ে অনুষ্ঠানটি কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়।

ইফতেখার আলম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, দৈনিক সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, কবি শিবলী মোকতাদির, ইসলাম রফিক ও জয়ন্ত দেব। এছাড়া অন্যদের মধ্যে সাংবাদিক দীপক কুমার সরকার, রাশেদুল হক, অপরাজিত’র উপদেষ্টা তৌহিদুজ্জামান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাকিল মাহমুদ শামীম, শাহ আলম, সাদমান জিসান, সাহাব উদ্দিন হিজল, জাহানারা খাতুন, এইচ আলীম ও রনি বর্মন। এদিকে বৃষ্টিভেজা কবিতা সন্ধ্যা অনুষ্ঠানে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। তাঁরা হলেন- সাংবাদিকতায় দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু, শিক্ষকতায় শেরপুর ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব ও সমাজসেবায় প্রকৌশলী আব্দুল হালীম মল্লিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন