গাজীপুরে আগুনে পুড়ে প্রকৌশলীর মৃত্যু, দগ্ধ ২

  10-08-2018 10:14PM

পিএনএস ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় অগ্নিকান্ডে এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ২ জন দগ্ধ ও আগুন নিভাতে এসে আরও ৫ জন আহত হয়েছে। আজ সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দ্বিতল বাড়িটি ভস্মিভূত হয়। ঘটনাস্থল ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়ক সংলগ্ন হওয়ায় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ঋষিপাড়া মোড় এলাকার কফিলউদ্দিনের দ্বিতল বাড়ির নীচ তলার দোকানে সিগারেট ধরানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দ্বিতল বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এ সময় চা খেতে আসা সড়ক উন্নয়ন কাজের এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী মাসুদ রানা (৩৮) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভবন মালিক কফিল উদ্দিন (৫৫) ও তার কর্মচারী আলমগীরও (১৯) আগুনে দগ্ধ হয়েছেন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক মামুনুর রহমান জানান, আহতরা ১৫ ভাগ দগ্ধ হয়েছে। কিন্তু আশংকাজনক নয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন