কর্মচারীদের ওপর উঠে গেল ট্রাক্টর!

  13-08-2018 04:21PM

পিএনএস ডেস্ক : কর্মস্থলের সামনে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন কর্মী। আচমকা বালুভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টর পথের পাশে দাঁড়িয়ে থাকা কর্মীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আফছার আলী (৩৬) নামের এক ব্যক্তি। আহত হন শফিকুল ইসলাম ও আল আমিন নামের দুই ব্যক্তি।

আজ সোমবার সকালে দিনাজপুরের বিরল পৌর শহরের বিরল-পাকুড়া স্থলবন্দর সড়কে রূপালী বাংলা জুট মিলের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত আফছার আলী পৌর শহরের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি রূপালী বাংলা জুট মিলের কর্মচারী ছিলেন।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, আজ সকালে মহেশপুরগামী ‘ভাই-বোন পরিবহন’ নামের বালুভর্তি ট্রাক্টর রূপালী বাংলা জুট মিলের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা জুট মিলের কর্মচারীদের ওপরে উঠে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন।

ওসি জানান, স্থানীয় লোকজন ট্রাক্টরচালক আজিজুর রহমান ও চালকের সহকারী নাইমকে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক্টরটির রেজিস্ট্রেশন নেই বলে জানান তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন