ডিমলায় তিন ইউনিয়নে বিদ্যালয়, রাস্তা পাকা করণ, পুল ও বিদ্যুতের শুভ উদ্বোধন

  13-08-2018 10:06PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : জাতির জনকের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিন্ত ও রোল মডেল করার লক্ষে এ দেশের প্রতিটি সেকশনে উন্নয়নের যে গন জোয়ার সৃষ্টি করেছেন তা যে কোনো অপশক্তি রোধ করতে পারবে না। আর পারতে দেওয়া যাবে না এদের বিরুদ্ধে আগামীতেও রুখে দাড়াতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে ব্যালট যুদ্ধের মাধ্যেমে শক্তিশালী করতে হবে।

যার বাস্তবতা হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা পাকা করণ, বিদ্যালয় বর্ধিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মানসম্মত শিক্ষা, জিডজিটাল চিকিৎসা, খাদ্য, আশ্রয়ন তথা প্রয়োজনের সব কিছুতে তার অগ্রযাত্রা বয়ে চলছে। ৭ নং খালীশা চাপানী বাইশপুকুর ১নং সপ্রাবি ৪ তলা বর্ধিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ৮নং ঝুনাগাছ চাপানী উত্তর সোনাখুলী আশ্রয় কেন্দ্রে সপ্রাবি, পঞ্চবটি সপ্রাবি ভিত্তি প্রস্তর স্থাপন এবং এলজিইডি নীলফামারীর বাস্তবায়নে দক্ষিন সোনাখুলী হতে ভাবনচুর খামাত পাড়া ১ কিমি রাস্তা পাকা করন, নাউতারা গোদার বাজার থেকে আকাশকুড়ি গাছবাড়ী বাজার পর্যন্ত ১কিমি রাস্তা পাকা করন, ৬নং নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি ২নং ওয়ার্ড শফিকুলের বাড়ীর নিকট নাউতারা নদীর উপর আরসিসি পিলার সহ কাঠের ব্রীজ এবং নাউতারা পারুর ময়দানে ১শত ৪৫টি পরিবারের মাঝে বিদ্যুতের শুভ উদ্ভোদনে ১৩ ই আগস্ট পৃথক পৃথক পদসভায় ওই সব কথা বলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ্, পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারী জিএম এস এম হাসান, ভারপ্রাপ্ত ডিজিএম আঃ মোতালেব, ৭নং খাঃচাঃ উইপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, আওয়ামী সভাপতি সোহরাব হোসেন, সাঃ সম্পাদক তামজিদার রহমান তামজিদ, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান ও ‘মেসার্স মুন কনস্ট্রকশন’-এর মালিক শরীফ ইবনে ফয়সাল মুন, ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাঃ সম্পাদক বাবু সুনীল কুমার সরকার, ঝুনাঃচাঃ যুবলীগ আহ্বায়ক ও উপজেলা দলীল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান চৌধুরী দলু, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, আওয়ামীলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন, সাবেক আওয়ামী সভাপতি জহির রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহের আলী, খায়রুল ইসলাম, লাভলু, আঃ রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম আকাশ, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আঃ খালেক, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজার রহমান লাভলু, বিকাশ চন্দ্র রায়, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র রায় প্রমূখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন