পাইকগাছা পৌরসদর জোয়ারের পানিতে প্লাবিত

  14-08-2018 09:26PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসরদ মঙ্গলবার জোয়ারে উপচে পড়া পানিত অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মৃত প্রায় শিবসা নদীর পানি উপচে পৌরসদরের রাস্তা-ঘাট মাংস বাজার, স্বর্ণ পট্টী রোড, কাঁকড়া মার্কেট রোড, মাছ চান্নি রোড, কাঁচাবাজারের ভিতর, সেলুন গলি রোড, কর্মকার গলি, মুরগী বাজার রোড, থানার এরিয়ার ভিতর, জুয়েল ফিস এলাকা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসের সামনের রোড, সার্জিক্যাল ক্লিনিকের সামনের মেইন রোডসহ, ৫০ শতাংশ এলাকা প্লাবিত হয়।

আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে বাজারে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুরা বিপাকে পড়ে যান। অন্যদিকে বেশিরভাগ বিক্রেতাই ব্যস্ত থাকেন পানি ঠেকানোর কাজে। সবচেয়ে ঝামেলায় পড়েন বাজারের চাল, সার, আটা-ময়দার ও লবণের ব্যবসায়ীগণ। দ্রুত পানি ঢোকার ফলে তারা মালামাল নিরাপদে সরিয়ে নিতে হিমশিম খেতে হয়।

এছাড়া ঈদের আগে বাজারের ভিতরে হাঁটু সমান পানি হওয়াতে কেনাকাটা করতে আসা ক্রেতাগণও পড়ে যান চরম দুরবস্থার মধ্যে। বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পুরো ৫ ঘণ্টা পাইকগাছা সদরের মানুষ পানিবন্দী হয়ে পড়েন জোয়ারের পানিতে। প্রতি অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের উপচে পড়া পানিতে এভাবেই ডুবে থাকেন এ পৌর সদরের মানুষ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন