বকশীগঞ্জে সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ

  14-08-2018 09:48PM

পিএনএস, বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত সোমবার ও মঙ্গলবার পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক প্রধান অতিথি থেকে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ১শ কেজি, বকশীগঞ্জ থানা পুকুরে ৫০ কেজি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুকুরে ৩৫ কেজি, জব্বারগঞ্জ দশানী নদীতে ১ শ কেজি, বাট্টাজোড় কে.আর.আই মাদ্রাসা পুকুরে ৩০ কেজি ও কামালের বার্তী আশ্রয়ন প্রকল্প পুকরে ৩৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন