সরাইলে জাতীয় শোক দিবস পালিত

  15-08-2018 08:36PM

পিএনএস, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামীলিগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা যুবলীগ পৃথক পৃথক কাঙ্গালী ভোজের আয়োজন করেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো: ইকবাল হোসেন।

উপজেলা প্রশাসন উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. নাজমুল হোসেন,সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এডভোকেট আ: রাশেদ সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান প্রমুখ।

আলোচনার শেষে উপজেলার ছাত্র, ছাত্রীদের চিত্রাংকন, রচনা ও বঙ্গবন্ধুর উপর উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন