প্রবাসীকে অপহরণ; নারীসহ গ্রেপ্তার ৬

  16-08-2018 07:10AM

পিএনএস ডেস্ক: ঢাকার সাভারে এক প্রবাসীকে অপহরণের ঘটনায় এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিনব্যাপী সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেয়া তথ্য অনুযায়ী সাভারের লালটেক এলাকা থেকে অপহৃত জাহিদকে (৩০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার মহেশ খালী থানার চান্দুর চর এলাকার মোঃ আবির, গাজীপুর জেলার কাপাসিয়া থানার জাকিয়া গ্রামের ফয়সাল খান, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের স্বপন, পাবনা জেলার ইশ্বরদী থানার আশনা গ্রামের মৃদুল হাসান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার শ্রাবণী ইসলাম রুবা, ঢাকার সাভার পৌর এলাকার সিআরপি মহল্লার মারুফ।

উদ্ধার জাহিদ সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মো. খলিলের ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকালে সাভার সিটি সেন্টারের সামনে থেকে কৌশলে চেতনানাশক ওষুধ দিয়ে প্রবাসী জাহিদকে অচেতন করে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে ১৪ আগস্ট সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দিনব্যাপী সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন