নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১

  18-08-2018 06:02PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে।

শনিবার সকালে হামিদুর রহামন (৬৫)-কে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত হামিদুর রহামান নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের মৃত আরজ আলীর ছেলে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিজ বাড়ির পাশে আমবাগানের বেড়া ভাঙ্গাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় একই গ্রামের মৃত হবিবরের ছেলে নুর মোহাম্মদ ও তার দুই পুত্র আরমান হোসেন (৩৫), মিজানুর রহমান (৩৩), আরমানের স্ত্রী ছালমা খাতুন (৩০), এবং মিজানুরের স্ত্রী ফেন্সি পূর্ব শক্রতার জের মেটাতে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে হামিদুর রহামান কে এলোপাতাড়ি মারধর করে এবং হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে।

এ ঘটনায় আহতের ছেলে স্কুল শিক্ষক হাফিজুর রহমান বাদি হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন