বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু: এমপি মনির

  19-08-2018 02:21PM

পিএনএস, ঝিকরগাছা: যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে বুঝতে শিখেছেন, সেদিন থেকেই তিনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, শনিবার বিকেলে যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘আলোচনা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘যে বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ এনে দিলো, সেই বঙ্গবন্ধুকে কিছু কুচক্রী মহল ও মীরজাফর নির্মমভাবে হত্যা করলো। এমনকি তাঁর দশ বছরের শিশুপুত্র রাসেলকে পর্যন্ত হত্যা করা হলো।’

বেনেয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওই বছরের ২৭ সেপ্টেম্বর খোন্দকার মোস্তাক ও জিয়া ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। পরবর্তী সময়ে এরশাদ ও খালেদা জিয়ার সরকারও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করেনি বরং খুনিদের চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছিল।’

এমপি মনির আশা প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ৫/৬ জন খুনি বিদেশে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার জোর প্রচেষ্টা চলছে।’

গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহিন-উল-কবির, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, সাবেক মেম্বর তোফাজ্জেল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষষক সম্পাদক শাহিনুর রহমান, মেম্বর মো. তাজউদ্দিন, মো. আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, নুর ইসলাম, সামসুর রহমান, মহিলা মেম্বর শাহিনুর খাতুন, আয়শা খাতুন, যুবলীগ নেতা বিএম এনামুল হক রিন্টু, রাজু, কামাল, আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান সুমন, সামসুজ্জোহা লোটাস, শেখ ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম। অনুষ্ঠান শেষে এলাকার গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে গণভোজের খাবার বিতরণ করেন প্রধান অতিথি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন