প্রবাসী ছেলের ওপর অভিমান করে বাবার আত্মহত্যা

  19-08-2018 06:20PM

পিএনএস ডেস্ক : প্রবাসী ছেলের কাছে কোরবানির টাকা চেয়ে না পেয়ে অভিমান করে বরিশালের গৌরনদীতে কীটনাশক পান করে হান্নান ফকির (৫৫) নামে এক জেলে আত্মহত্যা করেছেন।গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। হান্নান ওই গ্রামের মৃত মফেজ ফকিরের ছেলে।

এ ব্যাপারে নিহতের সহোদর ভাই হামজালাল ফকির বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. ইকবাল কবির জানান, ওই গ্রামের জেলে হান্নান ফকির তার কুয়েত প্রবাসী ছেলে আলী ফকিরের কাছে কোরবানির পশু ক্রয়ের জন্য টাকা চায়। হান্নানের স্ত্রী শেফালী বেগম তার প্রবাসী ছেলেকে কোরবানির টাকা দিতে নিষেধ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্বামী হান্নান ও স্ত্রী শেফালীর মধ্যে বাকবিতান্ডা হয়।

পারিবারিক কলহের জের ধরে অভিমান করে হান্নান ফকির গত শনিবার দিবাগত রাতে ওই এলাকার বার্থী-সমরসিংহ খালে ভ্যাসাল (বড় জাল) বাইতে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় হান্নান ফকিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন