খুলনায় মেঘনা ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২

  20-08-2018 03:13PM

পিএনএস ডেস্ক : খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছে আরও ৯ জন।

রাজু ও কামাল নামে নিহত দু’জনের লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুরস্থ বিএল কলেজ সংলগ্ন ওই ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অগ্নিকাণ্ডে দু'জন নিহতের খবর পাওয়া গেলেও এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

এদিকে, দগ্ধ ৯ শ্রমিকের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন, মোজাম্মেল হক (৩৫), আব্দুল ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ এবং এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অগ্নিকাণ্ডে দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন