বিজয়নগরে জমে উঠেছে গরুর বাজার

  20-08-2018 04:41PM

পিএনএস, ব্রাহ্মণবাড়য়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা ইসলামপুর বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গরু বাজার জমে উঠেছে, ঢাকা সিলেট মহাসরকের পাশের বাজারটি যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা ভাল থাকায় গত বৃহস্পতিবার বিকালে প্রথম দিন বাজারে কেনা কাটা জমে উঠেছে, এখানে দেশীয় ছুট বড় গরু, মহিস, খাসী বিপুল পরিমান উঠে এবং গরু বিক্রি ছিল তুলনা মুলক বেশী।

এ ব্যাপারে বাজারে আসাম গরু বিক্রেতা মাজহার আলি বলেন, এখানে যাতায়াত ব্যবস্থা ভাল এবং পর্যাপ্ত পরিমান নিরাপত্তা বিদ্যমান থাকায় এবং বিক্রি ভাল হওয়ায় এখানে গরু নিয়ে আসছি,বাজারের সদস্য মুফাজ্জল মিয়া বলেন,আমরা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপত্তা সহ সব ধরনের সেবার ব্যবস্থা করেছি, বাজারের সহসভাপতি কাজী হারিছুর রহমান বলেন,বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এবং হাসিল খুব কম টাকা নির্ধারণ করা হয়েছে এবং পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা রয়েছে, সোমবার বাজার বসবে এবং ঈদের আগের দিন পর্যন্ত বাজার বসবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন