খুলনায় ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

  21-08-2018 01:00AM

পিএনএস ডেস্ক: খুলনার জোড়াগেটে পশুরহাটে গরু বিক্রি করে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে সরদার আব্দুস সাত্তার নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে মহানগরীর জোড়াগেট কোরবানির পশুরহাট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। আব্দুস সাত্তার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আব্দুস সাত্তার জোড়াগেট হাটে গরু বিক্রি করে ডুমুরিয়ার উদ্দেশে রওনা দেন। পথে হাটের পাশে রেললাইনের ওপর দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।

এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন