ডিমলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  13-09-2018 05:31PM

পিএনএস, ডিমলা নীলফারী প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসন আয়োজনে ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ‘ডিমলা রাণী বৃন্দা রাণী উচ্চ বিদ্যালয়' মাঠে উপজেলা র্নিবাহী অফিসার মোছা: নাজমুন নাহার-এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় অএ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগন তাদের দল নিয়ে অংশ নেন তন্মধ্যে ৭নং খালিশা চাপানী ইউপিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ৬নং নাউতারা ইউপি। অপর দিকে ৮নং ঝুনাগাছ চাপানী ইউপিকে ট্রাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ২ নং বালাপাড়া ইউপি।

আজ বৃহস্পতিবার ফাইনালে নেমে নির্ধারিত সময়ের কোন দলই গোল করতে না পারায় নিয়মানুযায়ী পরিচালকের সিদ্ধান্ত মোতাবেক ১ম বার ট্রাইব্রেকারে ড্র হয়। তারপর আবারো ৩:৩ গোল শুটের মাধ্যমে ৩-১ গোলে ৬ নং নাউতার ইউপির কিশোররা জয় পায় ।

খেলা উপভোগ করার পর পুরষ্কার বিতরনের সময় উপজেলা পারিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, শিক্ষা অফিসার স্বপন কুমার রায়,ডিমলা সদর উইপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্রনাথ সেন, মোঃ ফিরোজুল আলম, খাঃচাঃ ইউপি সচিব আতিকুর ইবনে রহিম, বালাপাড়া ইউপি সচিব নুর মোহাম্মদ মিয়া ও স্বাস্থ্যবিভাগের টীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন বাফুফে রেফারী শৈলেন চন্দ্র রায়, আবুল মোমেন ফিলিফ, মোরশেদুল হক পুলক।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন