কচুয়ায় মাদক বিরোধী ইসলামী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

  15-09-2018 09:44PM

পিএনএস, (আফাজ উদ্দিন মানিক) কচুয়া : কোরআন সুন্নাহর পথে চলি, মাদক মুক্ত দেশ গড়ি, মহান হিজরী নব-বর্ষ ও শোহাদায়ে কারবালা স্মরণে মাদক বিরোধী ইসলামী সংগীত,কোরআন- হামত- নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর শুক্রবারচাঁদপুরের কচুয়া উপজেলার পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কচুয়া উপজেলা শাখা, তাজেদারে মদিনা ইসলামীয়া সুন্নিয়া পাঠাগার ও ওলামা কমিটি পালগিরী।

মাওলানা মোঃ ওয়াজিউল্লাহর সভাপতিত্বে মোঃ সাখাওয়াত হোসাইন ও হাফেজ মাওঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথীর আসন অলংকৃত করেন ১০ নং গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান,বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল হাই মুন্সী।

উক্ত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম চট্রগ্রাম এর সদস্য শায়ের সৈয়দ মোঃ মুত্তাকিম,শায়ের মোঃআসরার তানজীম আলমদার, শায়ের মুহাম্মদ আরিফুল ইসলাম বাধন।আলা হযরত ইসামী সাংস্কৃতিক ফোরাম ঢাকা এর সদস্যশায়ের মুহাম্মদ মিনহাজুল আবেদীন,চ্যানেল আই,মাই টিভি,বৈশাখী,বিজয় টিভি ও বাংলাদেশ বেতার ঢাকা। শায়ের হাফেজ সরোয়ার রেজা,শায়ের মুহাম্মদ মোবারক হোসাইন।ঝিকিরে মোস্তফা (সাঃ) ইসলামী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ এর শায়ের হাফেজ মোঃরাশেদুল ইসলাম,শায়ের মুহাম্মদ গোলাম মাওলা ও শায়ের মুহাম্মদ তানভীর আহম্মেদ।

মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মেছবাহুল ইসলাম লতিফী,পীর সাহেব কেবলা মিরসরাই চট্রগ্রাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন