বেনাপোল চেকপোষ্টে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  18-09-2018 02:15PM


পিএনএস, বেনাপোল: আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল কাষ্টম দিয়ে ভারতে পাচারকালে পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯৫ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার। অভিযুক্ত পাসপোর্ট যাত্রী মাসুদুর রহমান পবন (৫২) নামে পাচারকারীকে আটক করেছে কাষ্টম শুল্ক গোয়েন্দারা। সে কুমিল্লা দাউদ কান্দি গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

বেনাপোল কাষ্টম শুল্ক গোয়েন্দা-সহকারি কশিমনার নিপূন চাকমা জানান, ভারতে একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে কাষ্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোষ্ট কাষ্টম ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন করে ভারতে প্রবেশকালে সন্দেহভাজন পবনকে আটক করা হয়। পরে তার পায়ুপথে রাখা ০৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২৫ লাখ টাকা বলে জানান কাষ্টম কর্মকর্তারা।

পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ আটক সোনা বেনাপোল কাষ্টম শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন