ময়মনসিংহে ৯০ হাজার নকল আকিজ বিড়িসহ যুবক গ্রেফতার

  18-09-2018 07:27PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৯০ হাজার নকল আকিজ বিড়িসহ স্বপন আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাফায়েতপুরের লক্ষীখোলা এলাকার মৃত আমছর আলী মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরির ময়মনসিংহ অঞ্চলের মার্কেটিং সহ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত স্বপনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুরে নকল আকিজ বিড়ি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গৌরীপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে হাইওয়ে রোডে ডিউটি পালনকালে একটি সিএনজি তল্লাশি করে নকল আকিজ বিড়িসহ স্বপনকে গ্রেফতার করা হয়। সে পুলিশকে জানায় কুষ্টিয়ায় তাদের নকল বিড়ি তৈরির গোপন কারখানা রয়েছে। তার সাথে আরো ৪/৫ জন এ নকল বিড়ি তৈরি ও বাজারজাত করার কাজে জড়িত। ঘটনারদিন ৯০ হাজার বিড়ি বাজারজাত করার জন্য কুষ্টিয়া থেকে নেত্রকোনার মদন উপজেলায় নিয়ে যাচ্ছিল সে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন