শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

  18-09-2018 09:37PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। অসুস্থ থাকায় সংসারের আয়-রোজগার করতে পারতেন না। এনিয়েপারিবারিক বিরোধ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় গত সোমবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরজের ধরে একইদিন সন্ধ্যায় শহিদুল ইসলাম গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়ার শজিমেকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন