তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থপনা ফেডারেশনের মাসিক সভা অনুষ্টিত

  19-09-2018 10:48PM

পিএনএস, ডিমলা নীলফারী প্রতিনিধি: বাংলাদেশের সর্ববৃহৎ সম্পূরক সেচ প্রকল্প “তিস্তা ব্যারেজ প্রকল্প”-এর সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা ত্বরান্বিত করতে জলঢাকা বাপাউবো কলোনিতে ১৯ সেপ্টেম্বর সকালে “তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন”-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন ফেডারেশনের সভাপতি মোঃ মিরাতুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর জোনের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হাকিম আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ডালিয়া বাপাউবো সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাফিউল বারী ও নীলফামারী বাপাউবো-এর সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন।

সভার বিষয়ে জানতে চাইলে ফেডারেশনের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ জিয়াউর রহমান প্রতিবেদক কে জানান, “তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন” তিস্তা ব্যারেজ প্রকল্পে ২' শত ৩০ টি পানি ব্যবস্থাপনা দল, ৩৮ টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সমন্বয়ে সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি খরা পিরিত এ অঞ্চলে কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি, (১) তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রতিটি সেচ খাল পূনঃনির্মান করে সম্পুর্নরূপে সেচের উপযোগী করা; (২)“তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন”-এর জন্য অত্যাধুনিক “হলরুম,কৃষক ট্রেনিং সেন্টার, গেষ্ট হাউস সহ অফিস” নির্মাণ; (৩)“তিস্তা ব্যারেজ প্রকল্প”-এ ৩৮ টি “পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন”-এর প্রত্যেকটির জন্য একটি করে “চাষি ক্লাব” নির্মান; (৪) “তিস্তা ব্যারেজ প্রকল্প”-এ একটি আধুনিক কৃষি সম্প্রসারণ ট্রেনিং সেন্টার স্থাপন; (৫) মহিপুর কৃষি খামারকে আধুনিক কৃষি গবেষণাগারে পরিণত করা; ইত্যাদি দাবি আদায়ে সংশ্নিষ্ট সকলের সহযোগীতা করার আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন