বগুড়ায় হাফিজ মঞ্জিলে ছাত্র ইউনিয়ন বউবাজারে প্রথম সম্মেলন

  21-09-2018 05:43PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : ‘দেয়ালে দেয়ালে আজ শুনি আগমনি গান, চলো বিদ্রোহ করে গড়ে তুলি নতুন প্রাণ’ এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া সদর উপজেলার বউবাজার শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মঞ্জিলে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার সাবেক সভাপতি হাফিজ আহম্মেদ।

প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি নাদিম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কৃষক সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, যুব ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বিপুল পাল, আকতার-উজ-জামান টুটুল, প্রণতি ভুষন সোহাগ, পবিত্র কুমার মাহাতো, সাগর পারভেজ প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট পাশ করেন। এ সময় রাকিব হাসানকে সভাপতি, মনসুর হোসেনকে সাধারণ সম্পাদক ও কাজলকে সাংগঠনিক সম্পাদক করে বউবাজার শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ পাঠ করান জেলা শাখার সহ সভাপতি মিঠুন পাল।

সম্মেলনে বক্তারা বলেন, একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ছাত্রদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বক্তারা দাবি করেন, শিক্ষাখাতে জাতীয় আয়ের ২৫ভাগ বরাদ্দ করতে হবে। শিক্ষার্থীদের সকল পরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়েছেন বক্তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন