ডিমলায় মীনা দিবস পালিত

  25-09-2018 03:48PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা শিক্ষা অফিস আয়োজনে ২৪ সেপ্টেম্বর সকালে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালিতে অংশগ্রহন করেন নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন , উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ সেকেন্দার আলী , থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ , সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার , ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান , সহকারি শিক্ষা অফিসার এ,কে,এম সাজ্জাদুজ্জামান, কাজল চন্দ্র রায় , মোঃ ফিরোজুল আলম, জাইকা প্রতিনিধি রিভা রায়, প্রকল্প বাস্তবায়ন ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ। এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাবুর হাট মডেল রিসোর্স সেন্টারে এসে শিক্ষা অফিসার স্বপন কুমার দাস এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মীনার জীবন আদর্শ বাস্তব জীবনে পরিলক্ষিত করার ব্যাপারে শিক্ষার্থীদের উদার্ত আহবান জানান ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন