নবাবগঞ্জে শিশুর পুষ্টিকর খাবার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  25-09-2018 03:59PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ” অপুষ্টিতে ভোগে যারা,প্রতিবন্ধী ল্যাংড়া খোড়া হয় তারা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে শিশুর পুষ্টিকর পারিবারিক বাড়তি খাবার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার আইসিসিও কো-অপারেশনর অর্থায়নে এবং বে-সরকারী সংস্থা সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত ইম্প্রভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ (পুষ্টি) প্রকল্পের আয়োজনে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে কল্যান কেন্দ্রের পরিদর্শিকা জাহানারা খাঁনম, সেকমো আব্দুল মাবুদ,ইউ,পি সদস্য আইনাল হোসেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে গোলাপগঞ্জ পুষ্টি দলের সদস্য বৃন্দ অংশ গ্রহন করেন। ক্যাম্পেইনে পুষ্টি প্রকল্পের পক্ষ থেকে শিশুদের জন্য বাড়তি খাবারের নমুনা হিসাবে পুষ্টি কনা বিতরন করা হয়। এর পূর্বে একটি র্যালী বের করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন