তানোরে জীবন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় জনসংলাপ

  25-09-2018 04:31PM

পিএনএস, তানোর (রাজশাহী)সংবাদদাতা : রাজশাহী তানোরে জীবন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো: গোলাম রাব্বী।

বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, জয়িতা পদক প্রাপ্ত রানী কবুল জান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার, বিলকুমারী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রেজাউল ইসলাম, বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা (বারসিক) বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলাম, কর্মসূচী কর্মকর্তা অমৃত কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে জনসংলাপে বক্তারা বরেন্দ্র অঞ্চলে পুকুর ও জলাশয়ে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে বিভিন্ন সমস্যা তুলে ধরে সর্বসাধারণের পানি ব্যবহারের গুরুত্ব আরোপ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন