সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে সুধীজনদের মতবিনিময়

  11-10-2018 03:40PM



পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সঙ্গে সুধী জনদের মতবিনিময় সভা হয়। ১০ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরাইল উপজেলায় সাংবাদিকতায় নতুনত্ব ধারা ফিরিয়ে আনার উপরে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অপসাংবাদিকতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। এ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি দফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে নৈতিক সুসম্পর্ক গড়ে তোলা ও তাদের জনস্বার্থমূলক নানা কর্মকান্ডে সহযোগিতা করার উদ্যোগের ব্যাপারেও আলোচনা হয়। এ উপজেলায় বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষের দেশের সাংবিধানিক মোতাবেক তাদের মৌলিক অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নানাধিক নিয়ে আলোচনা হয়। উপজেলায় সরকারি বরাদ্দের নানা উন্নয়ন কর্মকান্ডের সুফল তুলে ধরা সহ সমাজের সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।এ মতবিনিময় সভায় অংশ নেন সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মাহফুজ আলী, সরাইল থানার উপপরিদর্শক (এস আই) মোঃ আবুবকর সিদ্দিক, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি-১ ও ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ অহিদুজ্জামান লস্কর, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা উচালিয়াপাড়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক "দৈনিক ভোরের পাতা" পত্রিকার প্রতিনিধি ও 'বিশিষ্ট ব্যবসায়ী' মোঃ নুরুল হুদা, যুগ্ম আহবায়ক "দৈনিক দিনকাল" পত্রিকার প্রতিনিধি ও ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির 'সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন)' মোঃ আরিফুল ইসলাম সুমন, সদস্য সচিব "দৈনিক নবচেতনা" পত্রিকার প্রতিনিধি ও 'বিশিষ্ট ব্যবসায়ী' মোঃ তাসলিম উদ্দিন, কমিটির কার্যনির্বাহী সদস্য "দৈনিক জনতা" পত্রিকার প্রতিনিধি ও 'ব্যবসায়ী' মোঃ রাকিবুর রহমান রকিব, সদস্য ইংরেজি পত্রিকা "ডেইলি এশিয়া এজ" প্রতিনিধি ও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের 'সিনিয়র সহকারী শিক্ষক' মোঃ শাহগীর মৃধা, সদস্য অনলাইন পত্রিকা "চ্যানেল ২৪ ডট কম" প্রতিনিধি ও ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির সরাইল সার্ভিস সেন্টার এর 'প্রধান হিসাব কর্মকর্তা' মোছাঃ রোজিনা বেগম, সদস্য অনলাইন পত্রিকা "সময়ের নিউজ ২৪ ডট কম" প্রতিনিধি ও ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির 'জেনারেল ম্যানেজার (উন্নয়ন)' মোছাঃ সানজিদা আফরিন জুঁই প্রমূখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন