শেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  11-10-2018 09:30PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করায় বগুড়ার শেরপুরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর পৌর বিএনপির সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফুর সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦্ জানে আলম খোকা। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা আলহাজ্ব শাহ আলম পান্না, আপেল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন জেহাদ, মির্জা নজরুল ইসলাম, আব্দুস সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম আরফান, আশরাফুদ্দৌলা মামুন, মুনজুরুল ইসলাম বাপ্পী, শাহাবুল করিম, শফিকুল ইসলাম রিপন, আরমান আলী, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, আখম রেজাউল করিম রেজা, এজিএস সেলিম, শ্রমিকদল নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুন, আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান হাতেম, ছাত্রদল নেতা আইয়ুব আলী মন্ডল, ফরহাদ হোসেন, শাফিউল ইসলাম সবুজ, রাফি আল আমিন প্রমুখ। প্রতিবাদ সভায় জেলা বিএনপি নেতা জানে আলম খোকা, বর্তমান আওয়ামীলীগ সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে চায়।

এজন্যই মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে জেল দেয়া হয়েছে। এছাড়া সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্র করছে। যাতে করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাকা মাঠে গোল দিয়ে আবারও ক্ষমতায় আসতে পারে। তবে তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ দেশের জনগণ আওয়ামীলীগের রাজনীতি পছন্দ করেন না।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন