চট্টগ্রামে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

  12-10-2018 02:24AM



পিএনএস ডেস্ক: চট্টগ্রামের মুরাদপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে অসীম রায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার র‌্যাব সদস্য। রাত ১ টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত ১২ টার দিকে মুরাদপুর মোড়ের এক নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত র‌্যাব সদস্যরা হলেন- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।
র‌্যাবের এক কর্মকর্তা এসব বিষয় নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মুরাদপুর মোড়ের এক নম্বর রেল গেট এলাকায় র‌্যাব মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযানে যায়। এ সময় র‌্যাব একটি গাড়িকে থামার সংকেত দেয়। গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে অসীম রায় বাবু। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে বাবু নিহত হত।

তিনি আরো জানান, বাবুর ছোড়া গুলিতে র‌্যাব-৭ চট্টগ্রামের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম গুলিবিদ্ধন হন। এছাড়াও আহত হন আরো তিন র‌্যাব সদস্য। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন