ডিমলায় সার্বজনীন কবরস্থানের ভিত্তি প্রস্থর স্থাপন

  12-10-2018 04:31PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : জন্ম নিলেই মৃত্যু আছে, সেই মৃত্যু ব্যক্তির লাশ দাফনের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন। দাফন সম্পূর্ন করার লক্ষ্যে নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান এর পিতা মরহুম আব্দুল মজিদ মিয়ার ওয়াকফকৃত জমিতে সর্বজনীন কবরস্থানটি উত্তর সোনাখুলী গ্রামে অবস্থিত।

কবরস্থানটি বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য জেলা পরিষদ কর্তৃক ১ লক্ষ টাকা বরাদ্দ দেন। কমিউনিটি পার্টিসেপেশন কমিটি (পিআইসি) প্রকল্পের আয়োজনে জেলা পরিষদ সদস্যর বাস্তবায়নে ১২ অক্টোবর বাদ জুমা সার্বজনীন কবরস্থান ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান , বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, সহকারী শিক্ষক হারুন-অর-রশীদ , হাজ্বী জহরতুল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী বাবু, সমাজসেবক জামিনুর রহমান , কপিল উদ্দিন , ডিজিটাল সেন্টার উদ্দ্যোক্তা শফিকুল ইসলাম , সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, প্রধান অতিথি ২০১৭-১৮ অর্থ বছরে ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়ের গেট, সরকার পাড়া জামে মসজিদের মেঝ টাইলস , ডালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালসহ নানানবিধ উন্নয়নমূখী কর্মকান্ডের বরাদ্দ দিয়ে আসছেন বলে জানায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন