ডিমলায় ইউপি নির্বাচনে আওয়ামী প্রার্থীর ১৫ দফা ইশতেহার

  12-10-2018 08:48PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা ময়নুল হক ।

১২ অক্টোবর বাদ মাগরিব নগরজিগাবাড়ী কমিউনিটি ক্লিনিক মাঠে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল খান এর সভাপতিতে এক পথসভায় অনুষ্ঠিত ।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নাউতারা ইউনিয়ন যুবলীগ আহবায়ক আব্দুল খালেক , উপজেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক গোলাম রসূল বিপ্লব, টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হক বলেন আমি যদি আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত হই তাহলে, ইউনিয়ন পরিষদ থেকে তিস্তার বাজার পর্যন্ত পাকা রাস্তাকরন, ৩ নং ও ৬ নং ওয়ার্ডের গ্রোয়িং বাঁধ নির্মাণ , ৩ নং ও ৭ নং ওয়ার্ডের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিক স্থাপন , ৭ নং ওয়ার্ডে ছবদেবের বাড়ী থেকে মহিমুদ্দির বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার , মনির উদ্দিনের বাড়ী থেকে সাবিদুলের বাড়ী পর্যন্ত গ্রামীন রাস্তা মেরামত , জটুয়া খাতা স্কুল থেকে মতির বাজার পর্যন্ত পাকা রাস্তাকরন , ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট ছোট ফ্যাক্টরী স্থাপনকরন , কান্দাপাড়ায় গ্রামীন রাস্তা , ৭ নং ওয়ার্ডে রশীদের বাড়ী থেকে আমিনুরের বাড়ী পর্যন্ত পাকা রাস্তা , ইউনিয়নে সকল পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ, দক্ষিন খড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খালেক চেয়ারম্যান এর বাড়ী পর্যন্ত পাকা রাস্তা, একাব্বরের চাতাল হতে মোজাম সর্দ্দারের বাড়ী পর্যন্ত পাকা রাস্তা , ৭ নং ওয়ার্ডে নগরজিগাবাড়ীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন , শুঠিবাড়ী থেকে সফিকুলের বাড়ী পর্যন্ত পাকা রাস্তা, মজির উদ্দিনের বাড়ী থেকে তেলির বাজার পর্যন্ত পাকা রাস্তাকরনের ইশতেহার প্রকাশ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন