ময়মনসিংহে ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

  14-10-2018 09:09AM


পিএনএস, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের কালিবাড়ী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ 'বন্দকযুদ্ধের' ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের দাবি, নিহত শরীফ একজন মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্যমতে, মধ্যরাতে ডিবির দুইটি দল শহরের কালিবাড়ী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি আক্রমণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়া আহত হয়েছেন এবং তাঁদেরকে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করেন ওসি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন